Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / এক মাসেও পরিচয় মেলেনি পদ্মায় ভেসে আসা লাশের, দাফন সম্পন্ন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এক মাসেও পরিচয় মেলেনি পদ্মায় ভেসে আসা লাশের, দাফন সম্পন্ন

October 18, 2024 11:34:36 AM   উপজেলা প্রতিনিধি
এক মাসেও পরিচয় মেলেনি পদ্মায় ভেসে আসা লাশের, দাফন সম্পন্ন

ভেড়ামারা সংবাদদাতা, কুষ্টিয়া:
কুষ্টিয়া হরিপুর মালিথাপাড়া ঘাটের পদ্মা নদী থেকে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশের পরিচয় এক মাসেও মেলেনি।

পুলিশ জানায়, ৬ অক্টোবর ২০২৪ রাত ৯:৩০ মিনিটে কুষ্টিয়া সদর থানার হাউস হরিপুর ইউনিয়নের পদ্মা নদীর পশ্চিম কিনারা থেকে একটি অজ্ঞাতনামা পুরুষ (বালক) লাশ উদ্ধার করা হয়। লাশটির বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। পরে লাশটি ময়নাতদন্তের পর আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া সদর মডেল থানায় ময়নাতদন্তের ভিত্তিতে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ১২৮/২৪ এবং তারিখ ৭ অক্টোবর ২০২৪।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহ সেকেন্দার আলী (নি:) জানান, মামলার পরও দীর্ঘদিন তদন্ত করেও লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

অজ্ঞাতনামা লাশের পরিচয় জানা থাকলে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো: মোবাইল নম্বর ০১৭৩০৯৭৫১৪৫।