
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “এখন যারা নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়। তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।”
রবিবার (৪ আগস্ট) গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিন একথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বেলা ১১টার দিকে কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা শুরু হয়।
সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মন্ত্রী-প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআই-এর প্রধানসহ এ কমিটির সদস্য ২৯ জন।
বিএসএমএমইউ হাসপাতালে ভাঙচুর-অগ্নিসংযোগ, আতঙ্কে রোগীরাবিএসএমএমইউ হাসপাতালে ভাঙচুর-অগ্নিসংযোগ, আতঙ্কে রোগীরা
নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কাজ হচ্ছে- দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যা ও কার্যক্রমের পুনরীক্ষণ বা রিভিউ; দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত পরিস্থিতি মূল্যায়ন; দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদির ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজনবোধে মন্ত্রিসভার জন্য সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট বিষয়।
উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সরকার দলীয় সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে মুন্সীগঞ্জে দুইজন এবং মাগুরা ও রংপুরে একজন করে। এছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালত ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।