Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / এবার জায়েদ খানের নায়িকা পূজা ব্যানার্জি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এবার জায়েদ খানের নায়িকা পূজা ব্যানার্জি

March 31, 2024 02:48:07 PM   বিনোদন প্রতিবেদক
এবার জায়েদ খানের নায়িকা পূজা ব্যানার্জি

ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। তার অভিনীত ‘সোনার চর’ সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে। এটি নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ মধ্যে জানা গেল নতুন খবর।

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি নতুন সিনেমা কাজ করতে যাচ্ছেন জায়েদ খান। জানা গেছে, বাংলাদেশের একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে।

 

বিষয়টি জায়েদ খান নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, চমক আসছে, এখনি কোনো কিছু বলতে চাই না। শুধু বলছি পূজা ব্যানার্জি নতুন একটা সিনেমায় কাজ করছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবো।


এর আগে জায়েদ খান কলকাতার নায়িকা সায়ন্তিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। সেই সিনেমার কিছুদিন শুটিংয়ের পর প্রযোজক নায়িকার জটিলতা তৈরি হয়। ফলে সিনেমাটির শুটিং আটকে যায়।