
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনের সাবেক সংসদ সদস্য ইসরাফিল আলম এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আগামীকাল বুধবার। গত ২০২০ সালের ২৭ জুলাই মাত্র ৫৪ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুবার্ষিকীতে তার নিজ জন্মস্থান নওগাঁর রাণীনগর উপজেলার ঝিনা গ্রামে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।
এমপি ইসরাফিল আলমের সহধর্মীনি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য সুলতানা পারভিন বিউটি জানান, এমপি ইসরাফিল আলম মারা যাবার আগে ফুসফুস, কিডনি এবং ডায়াবেটিক্স জনিত রোগে ভুগছিলেন। এছাড়া ওই সময় করোনা আক্রান্ত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর মারা যান ইসরাফিল আলম।
জানা যায়, ইসরাফিল আলম তিতাস গ্যাস কোম্পানিতে চাকুরী করার সময় শ্রমিক লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। এরপর ঢাকা মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।সাধারণ সম্পাদক থাকাকালে ২০০১ সালের নির্বাচনে নওগাঁ-৬, (রাণীনগর- আত্রাই) আসনে ইসরাফিল আলম আওয়ামীলীগের মনোয়নয়ন নিয়ে তৎকালীন বিএনপি জোটের মন্ত্রী আলমগীর কবীর এর কাছে পরাজিত হন। এরপর ২০০৮ সালের নিবার্চনে বিএনপি জোটের প্রাথী আনোয়ার হোসেন বুলুকে পরাজিত করে বিজয়ী হন শ্রমিক নেতা ইসরাফিল আলম।এর পর ২০১৩ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচীত হন তিনি। শেষ ২০১৮ সালে বিএনপি জোটের প্রাথী আলমগীর কবীরকে পরাজিত করে ৩য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ইসরাফিল আলম মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন বটে ।
এছাড়া ইসরাফিল আলম নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি ও শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে ১৯৬৬ ইং সালে এক সম্ভ্রাান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম আজিজুর রহমান ছিলেন এলাকার কৃষক আন্দোলনের নেতা।