Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / এলাকার মানুষের খোঁজখবর নিলেন ধর্মমন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এলাকার মানুষের খোঁজখবর নিলেন ধর্মমন্ত্রী

January 26, 2024 09:32:36 AM   উপজেলা প্রতিনিধি
এলাকার মানুষের খোঁজখবর নিলেন ধর্মমন্ত্রী

এলাকার সাধারণ মানুষের বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন দ্বাদশ  মন্ত্রিসভার ধর্মমন্ত্রী  ফরিদুল হক খান দুলাল। গত ২৩ জানুয়ারি নিজ উপজেলা ইসলামপুরে  জামালপুরে-২ আগমন করেন। এলাকায় এসে তিনি নিজ আসনের গরীব দুখী মানুষদের বাড়িতে গিয়ে খোজ খবর নেন। কারো জানাজায় শরীক হচ্ছেন, কারো কবর জেয়ারত করতে দেখা যায় তাকে।

এদিকে গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় ধর্মমন্ত্রীর একান্ত আস্থাভাজন এবং প্রিয় মানুষ সাবেক ইমাম ও খতিব, ধর্মকুড়া বাজার জামে মসজিদ এবং ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক (অঃ), মাওঃ মোঃ আব্দুল মালেক অসুস্থ থাকায় তাঁকে দেখতে তাঁর বাড়িতে আগমন করেন। এ সময় মন্ত্রীকে মালেক হুজুরের পরিবারের সদস্যরা ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে তিনি স্টক করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম, ইসলামপুর পৌরসভার ০৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ আহমদ ইকবাল পপি, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ফুলু, ইসলামপুর পৌরসভার ০৭ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মোঃ সামিউল ইসলাম, ইসলামপুর পৌরসভার ০৭ নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি মোঃ জাকারিয়া কফিল এবং মোখলেসুর রহমান সহ অত্র উপজেলার নেতা কর্মীবৃন্দ।