Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / এলাকায় ফিরেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন লুৎফুজ্জামান বাবর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এলাকায় ফিরেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন লুৎফুজ্জামান বাবর

February 24, 2025 01:06:24 AM   অনলাইন ডেস্ক
এলাকায় ফিরেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন লুৎফুজ্জামান বাবর

নিজ এলাকায় ফিরেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘদিন পর প্রিয় এই নেতাকে কাছে পেয়ে দারুণ উজ্জীবিত দলীয় নেতাকর্মীসহ নেত্রকোনার হাওরাঞ্চলের লাখো মানুষ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর লুৎফুজ্জামান বাবর তাঁর নিজ গ্রাম জেলার মদন উপজেলার বাড়িবাদেরা গ্রামের বাড়িতে পৌছেন। এ সময় তাঁকে এক নজর দেখতে এবং ফুলেল শুভেচ্ছা জানাতে স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বাবর ভক্ত সাধারণ জনতা ছুটে আসেন।

এর আগে বিকেল ৪টার দিকে নেত্রকোনা জেলা শহরে এসে পৌছেন তিনি। তারপর সেখানে জেলা বিএনপি কর্তৃক স্থানীয় মোক্তারপাড়া মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় অনুষ্ঠান স্থল যেন জনসমুদ্রে পরিণত হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, মিথ্যা মামলায় আমাকে সাড়ে সতেরো বছর কারাগারে অন্তরীণ করে রাখা হয়েছিল। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কিন্তু আমি অতীতে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জনস্বার্থ বিরোধী কোনো কাজ করিনি এবং ভবিষ্যতেও করব না ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমার নেতা তারেক রহমানের কাছে সবার আগে বাংলাদেশ। তাই তিনি অচিরেই দেশে ফিরে আসবেন। এই দেশের হাল ধরবেন। আমরা তাকে অভ্যর্থনা জানাব।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বাবর বলেন, অচিরেই নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়।

নিজ জেলা নেত্রকোনাবাসীর উদ্দেশ্যে বাবর বলেন, আমি আগেও আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আগামীদিনে সুযোগ হলে নেত্রকোনার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।

জেলা বিএনপির আহবায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, নুরুজ্জামান নূরু, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু প্রমুখ।

পরে গণসংবর্ধনা শেষে লুৎফুজ্জামান বাবর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলার সদর উপজেলার মদনপুর ইউনিয়নে হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমী (র.) এর মাজার জিয়ারত করেন।

এদিকে আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলার খালিয়াজুরী উপজেলার কলেজ মাঠে এবং মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলার মোহনগঞ্জ রেল স্টেশন মাঠে এক গণসংবর্ধনায় অংশ গ্রহণ শেষে ওইদিনই ঢাকায় ফেরার করার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।