Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / এস আলমের ঋণ জালিয়াতি: বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকের তলব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এস আলমের ঋণ জালিয়াতি: বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকের তলব

November 18, 2024 10:33:02 AM   অনলাইন ডেস্ক
এস আলমের ঋণ জালিয়াতি: বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকের তলব

এস আলম গ্রুপ এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক ইয়াছির আরাফাত সই করা চিঠিতে এসব কর্মকর্তাকে ২০ ও ২১ নভেম্বর সংস্থার প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। চিঠিটি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মাধ্যমে প্রেরণ করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য ২০ নভেম্বর তলবকৃত কর্মকর্তারা হলেন পরিদর্শন বিভাগের যুগ্মপরিচালক সুনির্বাণ বড়ুয়া ও অনিক তালুকদার, অতিরিক্ত পরিচালক শংকর কান্তি ঘোষ ও ছলিমা বেগম, উপপরিচালক মো. জুবাইর হোসেন ও রুবেল চৌধুরী।

২১ নভেম্বর তলবকৃত কর্মকর্তারা হলেন যুগ্মপরিচালক সৈয়দ মো. আরিফ-উন-নবী, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. শোয়েব চৌধুরী, মো. মঞ্জুর হোসেন খান ও মো. আব্দুর রউফ, উপপরিচালক লেনিন আজাদ পলাশ, পরিচালক মো. সরোয়ার হোসাইন।


চিঠিতে তাদের পরিচয়পত্র, পাসপোর্টের সত্যায়িত কপি এবং নির্দিষ্ট ঋণ পরিদর্শন ও মনিটরিং সম্পর্কিত তথ্য নিয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক।

অভিযোগ অনুযায়ী, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, ইউনাইটেড সুপার ট্রেডার্স, এবং সেঞ্চুরি ফুড প্রোডাক্টস নামে প্রতিষ্ঠানের মালিকরা ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ঋণের নামে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।