
কিশোরগঞ্জ সদর সংবাদদাতা:
দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভবন পুনঃনির্মাণ সহ অন্যান্য সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রেসক্লাবে উপস্থিত হন কিশোরগঞ্জ সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিম।
এ সময় তিনি প্রেসক্লাবের বর্তমান সভাপতি এ কে এম নাসিম খান, সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধক্ষ্য অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি, এবং অন্যান্য সাংবাদিকদের সাথে এ অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে লে. কর্ণেল রিয়াজুল করিম গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিত হন এবং জেলায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকদের পদচারণায় কিশোরগঞ্জ প্রেসক্লাবকে সবসময় প্রাণোচঞ্চল দেখতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় কিশোরগঞ্জকে সন্ত্রাস ও অপরাধমুক্ত এবং জণগণের জানমালের সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী বদ্ধপরিকর।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদগণ সেনাবাহিনীর এই কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পেশাগত দায়িত্ব পালনে তাদের আন্তরিক সহযোগিতাও প্রত্যাশা করেন। পরে তিনি দীর্ঘদিনের অচলাবস্থা প্রেসক্লাব ভবন সহ সবকিছুর খোঁজ-খবর নেন ও সহযোগিতার মধ্য দিয়ে সকল সমস্যা নিরসনের আশ্বাস প্রদান করেন। পরে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিম ক্লাব প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন।