Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ঐতিহাসিক ‘চুকনগর গণহত্যা’ দিবস পালন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঐতিহাসিক ‘চুকনগর গণহত্যা’ দিবস পালন

May 20, 2023 06:20:42 PM   উপজেলা প্রতিনিধি
ঐতিহাসিক ‘চুকনগর গণহত্যা’ দিবস পালন

জিয়াউর রহমান:
চুকনগরে ঐতিহাসিক গণহত্যা দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমি স্মৃতিসৌধে সকল শহীদদের স্মরণে ফুলের মালা অর্পন করা হয়। ১৯৭১ সালে ২০ মে বিশ্বের ইতিহাসে সর্ব বৃহত্তর গণহত্যাটি সংগঠিত হয়েছে চুকনগর বধ্যভূমিতে। সকল শহীদদের স্মৃতির স্মরণে ফুলের পুষ্প অর্পনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডুমুরিয়া ফুলতলা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৭১ স্মৃতি রক্ষা পরিষদের আহবায়ক ও চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন- ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, চুকনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ব্রাউন, ডুমুরিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর ইসলাম মালী, ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট রবিন্দ্রনাথ মন্ডল, ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, ৫নং আটলিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান দুলু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ৬নং মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুরঞ্জন ঘোষ, আঠারো মাইল মৎস্য আড়ৎ-এর সাধারণ সম্পাদক ও যুবলীগের সদস্য মো. রকনুজ্জামান মন্টু, ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা মো. আবু হাসান শেখ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. কামরুল ইসলাম মোড়ল, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম শেখ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে. এম. মফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বুলবুল আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাবু আহম্মেদ তাজ, ছাত্রলীগ নেতা সোহাগ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, খুব অল্প সময়ের মধ্যে এতো মানুষের হত্যা ইতিহাসে কোথাও ঘটেনি। সে দিক থেকে আন্তর্জাতিক ভাবে চুকনগরের গণহত্যাটি সর্ব বৃহত্তম গণহত্যা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য অনুরোধ করছি।