
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন মেসার্স মেধা কন্সট্রাকশনের স্বত্বাধিকারী মো. আলমাস হোসেন।
গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে জিন্না চাম্পা কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আলমাস হোসেন। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে তিনি কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পথ্য সরবরাহ করে আসছেন। ২০২৩-২৪ অর্থবছরেও তিনি এমএসআর সরবরাহ করেছেন।
তবে গত ২ মার্চ ২০২৫, পথ্য ও এমএসআর সরবরাহের জন্য ইজিপি দরপত্র আহ্বান করা হলে, তিনি নিয়ম মেনে দরপত্র দাখিল করেন। কিন্তু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজয় সাহা নিয়ম বহির্ভূতভাবে নির্দিষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে অনিয়ম করেছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, ইজিপির শর্তাবলী উপেক্ষা করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দরদাতাকে বাদ দিয়ে পঞ্চম দরদাতাকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দীর্ঘ ২৫ বছর ধরে রংপুর মেডিকেল কলেজ, রংপুর জেলা পরিষদ, রংপুর সিটি কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদারি কাজ করলেও এবার তিনি অন্যায়ভাবে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুনরায় দরপত্র যাচাই-বাছাই করে নিয়ম অনুযায়ী ঠিকাদার নিয়োগের দাবি জানান এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।