Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় ঘুর্ণিঝড়ে দুই শতাধিক বাড়ীঘর লন্ডভন্ড, ফসলের ব্যাপক ক্ষতি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় ঘুর্ণিঝড়ে দুই শতাধিক বাড়ীঘর লন্ডভন্ড, ফসলের ব্যাপক ক্ষতি

May 16, 2023 08:41:26 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় ঘুর্ণিঝড়ে দুই শতাধিক বাড়ীঘর লন্ডভন্ড, ফসলের ব্যাপক ক্ষতি

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গত সোমবার রাতের ঘুর্ণিঝড়ে দুই শতাধিক বাড়ীঘর লন্ডভন্ড হয়ে গেছে। খোলা আকাশের নীচে বসবাস করছে অনেক পরিবার। ঝড়ে গাছ ও টিনের ঘর পড়ে আহত হয়েছে অন্তত সাতজন।

এছাড়া শিলা বৃষ্টিতে উঠতি বোরো ধান, ভুট্টা, মরিচ, ঢ়েড়ষ, পাটসহ নানা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শতশত গাছ উপরে ও ভেঙ্গে পড়েছে। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বড়বড় গাছ ভেঙ্গে পড়ায় রাত এগারোটা থেকে সাড়ে বারটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় গাছ কেটে যানবাহন চলাচল স্বাভাবিক করে। অপরদিকে বিদ্যুতের তারে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে। রাত ১১টার বিদ্যুৎ চলে যাওয়ার পর এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়নি।

উপজেলার সারাই, হারাগাছ, শহীদবাগ, টেপামধুপুর, বালাপাড়া ও কুর্শা ইউনিয়নের উপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ে আহত হয়েছেন নাজিরদহ একতা ব্রীজ এলাকার মৃত সব্বুল মিয়ার স্ত্রী মেরাবজান (৭১) ও তার কন্যা মিনারা খাতুন (৩১) ভূতছাড়া গ্রামের নেজাব উদ্দিনের স্ত্রী নবীয়া বেগম (৩৮) সহ বিভিন্ন এলাকায় সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) মনোনীতা দাস ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের নিকট ঝড়ে ক্ষতিগ্রস্থ লোকজনের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হবে।