Date: May 14, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় প্রয়াত সাংবাদিক রতন সরকার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় প্রয়াত সাংবাদিক রতন সরকার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

July 16, 2023 08:53:47 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় প্রয়াত সাংবাদিক রতন সরকার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

কাউনিয়া প্রতিনিধি, রংপুর 
সময় টিভির রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মমিনুর রহমান রতন সরকার স্মরণে রংপুরের কাউনিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার সানাই মোড়স্থ স্কয়ার ল্যাবরেটরী স্কুল হলরুমে শোক সভায় বক্তব্য রাখেন- রিপোটার্স ইউনিটির উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু, রিপোটার্স ইউনিটির সভাপতি শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সহ-সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, সাংবাদিক মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন প্রমূখ। শোক সভা শেষে খ্যাতিমান সাংবাদিক রতন সরকারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহীন মিয়া। গত বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।