Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় সোনা মিয়ার হত্যাকারীদের বিচার দাবীতে বিক্ষোভ-মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় সোনা মিয়ার হত্যাকারীদের বিচার দাবীতে বিক্ষোভ-মানববন্ধন

May 07, 2023 09:30:16 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় সোনা মিয়ার হত্যাকারীদের বিচার দাবীতে বিক্ষোভ-মানববন্ধন

রংপুরের কাউনিয়ার হারাগাছে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে ২৪ এপ্রিল নিহত হারাগাছ ইউনিয়ন আ.লীগ কর্মী সোনা মিয়ার হত্যাকারীদের বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে শহীদবাগ  ইউনিয়ন আ.লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বেইলীব্রীজ (খামারের হাট) থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আ.লীগ নেতা আলতাব হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জমসের আলী, হারাগাছ পৌর আ.লীগের সভাপতি জামিল আক্তার, শহীদবাগ ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুর রউফ, হারাগাছ ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আলী বাবু, আ.লীগ নেতা মেনাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী, যুগ্ন আহবায়ক জামিল হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, শহীদবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল চৌধুরী প্রমুখ।

বিক্ষোভ মিছিল থেকে খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই শ্লোগানে মুখরিত করে তোলা হয়। এসময় নারীরা ঝাড়ু নিয়ে মিছিলে যোগদেন। মানববন্ধনে বক্তারা দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় নেওয়ার দাবী জানিয়েছেন।