
কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযানে বেরিয়ে এলো তিন হাজার পিস ইয়াবা। জানা যায়, মঙ্গলবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ এর নেতৃত্বে তিতাসের একদল কর্মকর্তা কর্মচারী উপজেলার সফিপুর এলাকায় গোল্ডেন সিটির আপন টাওয়ারের একটি বাড়িতে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বাড়িতে প্রবেশ করেন। প্রথমে অবৈধ গ্যাসের চুলা সনাক্ত করতে বাসার ভেতরে প্রবেশ করলে ঐ সময় আপন টাওয়ারের তিনতলায় এক ভাড়াটিয়া অবৈধভাবে মজুদ রাখা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ভবনের তিন তলার বারান্দা দিয়ে নিচে ফেলে দেন। পলিথিন দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ইয়াবা ভর্তি ব্যাগটি তিতাসের কয়েকজন কর্মকর্তার উপরে গিয়ে পড়ে। কৌতূহলবশত ব্যাগ খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। তাৎক্ষণিক কালিয়াকৈর থানাকে অবহিত করলে কালিয়াকৈর থানার আওতায় মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার সাইফুল ইসলাম সেখানে গিয়ে ইয়াবা ট্যাবলেট জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় হাবিবুর রহমানের ছেলে মানিক হোসেন (২৫) ও মোহাম্মদ আলীফের স্ত্রী সুমাইয়ার রহমান স্বর্ণা (২২) কে আটক করা হয়। আটককৃতরা সিরাজগঞ্জ জেলার সদর থানার ব্রাহ্মণ বয়রা গ্রামের বাসিন্দা।