Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়া ন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার একযুগ পূর্তি উপলক্ষে সংবর্ধনা ও পুরুস্কার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

কচুয়া ন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার একযুগ পূর্তি উপলক্ষে সংবর্ধনা ও পুরুস্কার

June 10, 2023 08:04:01 PM   দেশজুড়ে ডেস্ক
কচুয়া ন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার একযুগ পূর্তি উপলক্ষে সংবর্ধনা ও পুরুস্কার

মফিজুল ইসলাম বাবুল:
চাঁদপুর কচুয়া পৌর সদরের সুবিদপুর বাইপাস সড়ক সংলগ্ন কচুয়া ন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার ১ যুগ পুর্তি উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুন) বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয় ম্যানেজিং পর্ষদের সভাপতি আলহাজ্ব মজিবুল হক মাস্টারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ শাহজালাল প্রধানের সঞ্চলনায় অনুষ্ঠানের উদ্বোধক অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ন কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এ এলাকার কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক গাজীপুর সিটি মিডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ রিফায়েত উল্লাহ শরীফ, চাঁদপুর জেলা পরিষদের কচুয়া ওয়ার্ডের সদস্য আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকা ও কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া।

এছাড়াও বক্তব্য রাখেন, সাচার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশানের সভাপতি মানিক ভূমিক প্রমুখ। বক্তব্য শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।