Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় কিশোরের মৃত দেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় কিশোরের মৃত দেহ উদ্ধার

August 17, 2023 02:05:04 AM   নিজস্ব প্রতিবেদক
কচুয়ায় কিশোরের মৃত দেহ উদ্ধার

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
চাঁদপুর কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের গোহট গ্রামের জুগি বাড়ির একটি নির্জনস্থান থেকে গলায় গামছা পেছানো সাজিদ (১৪) নামে এক কিশোর কে মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে কচুয়া থানা পুলিশ উদ্ধার করেছে।

সরজমিনে জানা যায়, সাজিদ ঢাকাতে বসবাস করে। সে গত ৫ আগস্ট নানার বাড়ি গোহট গ্রামের আমিনুল হক মেম্বার বাড়িতে বেড়াতে আসে। তার নানার নাম মৃত আজম হোসেন। নানার বাড়িতে বেড়াতে আসলে মামা সুজন ভাগিনাকে রং মিস্ত্রির কাজ শিখানোর জন্য একটি দোকানে দেয়। এমতাবস্থায় কিশোর সাজিদ রবিবার ১৩ আগস্ট মামার কাছে একটি আইফোন সহ তাকে বিয়ে করানোর দাবী করে। মামা তার এ দাবী পুরন করতে না পারায় এইদিন বিকাল সাড়ে ৪ টার দিকে নিখোঁজ হয়ে পড়ে। অনেক খোজাখুজি করেও কোথাও তাকে না পাওয়া গেলে বুধবার দুপুরে খবর পায়, একটি লাশ পড়ে রয়েছে ওই নির্জনস্থানে। ছুটে এসে মামা দেখতে পায় ভাগিনার মৃতদেহ। খবর পেয়ে কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: ইব্রাহিম খলিল ও ওসি তদন্ত মো: হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে সরজমিন এসে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করে।

ধারনা করা হচ্ছে, ওই  নির্জনস্থানে সাজিদ প্রায় ২০/২৫ ফুট উচ্চতার একটি গাছের সাথে গলায় গামছা পেচিয়ে ফাস দিয়ে আত্মহত্যা করে এবং তার মৃত্যুর পর গামছার একটি অংশ ছিড়ে লাশ নিচে পড়ে থাকে।

কচুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা সরজমিন এসে লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট করিৃৃ এবং ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেছি।