
ভ্রাম্যমাণ সংবাদদাতা:
চাঁদপুরের কচুয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নিয়োগ প্রাপ্ত সহকারি শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বুধবার (১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, থানা অফিসার ইনচার্জ মো: ইব্রাহিম খলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম শাহরিয়ার রসুল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদের কচুয়া ওয়ার্ডের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভুইয়া প্রমুখ।
মতবিনিময় শেষে নব-নিয়োগ প্রাপ্ত সহকারি শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
একই অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমানের সঞ্চালনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ব্যক্তিগত অর্থায়নে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানার প্রধানদের হাতে অসহায়দের জন্য শীতবস্ত্র তুলে দেন।