
ভ্রাম্যমাণ সংবাদদাতা:
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাওপুরা গ্রামের ভূঁইয়া বাড়ির বৃদ্ধ নুরুল ইসলাম ভূঁইয়া (৮০) ও তার প্রবাসে থাকা ৪ পুত্রকে জড়িয়ে একের পর এক মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে।
বৃদ্ধ নুরুল ইসলাম অভিযোগ করেন, একই গ্রামের পাশাপাশি আবুল বাসার পাটওয়ারী, আমার ক্রয়কৃত দলিল মূলে ৬ শতক ভূমি ভোগ দখলের মধ্যে গাছ-গাছালী লাগিয়ে দেখবাল করে আসছি। প্রথমে বাসার আমার বিরুদ্ধে এ ভূমির উপর একটি নিষেধাজ্ঞা মামলা করলে আদালত ব্যাপক পর্যালোচনা ক্রমে মামলাটি খারিজ করে দিয়ে আমার পক্ষে রায় দেয়। এর পরও বাসার আরেকটি হয়রানী মূলক মামলা করে। তাও আদালত খারিজ করে দিয়ে আমাদের পক্ষে রায় দেয়। এতেও সে ক্ষান্ত না হয়ে গত (৮ মে) ২০২৩ ইং তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনে প্রাবাসে থাকা আমার পুত্রদের জড়িয়ে মামলা দায়েরের মধ্যে হয়রানী করে আসছে। যাহার হয়রানী মূলক মামলা নং- ৫৫৬/২০২৩ ইং। আমার ৪ পুত্রের মধ্যে মহিন উদ্দিন, আরিফ হোসেন ও সোহেল প্রায় ৩ বছর প্রবাসে রয়েছে এবং শরিফ হোসেন সম্প্রতি ছুটিতে বাড়িতে আসে। অথচ প্রবাসে থাকা ৩জন সহ আমার ৪পুত্রকে জড়িয়ে একের পর এক হয়রানী মূলক মামলা দিয়ে আসছে। প্রবাসে থাকা ছেলেদের জড়িয়ে মামলা করায় স্থানীয়রাও দুঃখ প্রকাশ করেছেন।
আবুল বাসার পাটওয়ারীর বক্তব্য নিতে গেলে জানান, ৩০/৩২ বছর হয় আমি জায়গা কিনে খাইতেছি, এরা কয়েকদিন পর পর এসে আমার সাথে ঝামেলা করে, কাগজপত্র সব আছে আমার কাছে, তাই মামলা দিয়েছি।
হয়রানীমূলক মামলা থেকে পরিত্রাণ পেতে মহামান্য আদালতে ন্যায় বিচার পাওয়ার প্রার্থনা জানিয়েছেন বৃদ্ধ নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা।