Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় হামলা ও লুটপাটের ঘটনার তদন্তে পুলিশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় হামলা ও লুটপাটের ঘটনার তদন্তে পুলিশ

March 20, 2023 06:39:38 PM   দেশজুড়ে ডেস্ক
কচুয়ায় হামলা ও লুটপাটের ঘটনার তদন্তে পুলিশ

ভ্রাম্যমাণ সংবাদদাতা: 
চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রামপুর গ্রামের মাষ্টার বাড়ির খলিলুর রহমানের ছেলে শাহাদাত হোসেনের উপর হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।  আদালতে মামলা ও আদালতের নির্দেশে কচুয়া থানা পুলিশের তদন্ত কার্যক্রম চালিয়ে। মামলাটির তদন্ত করছেন থানার এসআই মো. দেলোয়ার। তিনি রবিবার (১৯ মার্চ) সরজমিনে সঙ্গীয় ও ফোর্স নিয়ে এ তদন্ত কার্যক্রম চালান।

মামলা সূত্রে প্রকাশ, গত ২৭ জানুয়ারি খলিলুর রহমানের ছেলে শাহাদাত হোসেনের বসতবাড়িতে একই বাড়ির সম্পত্তি বিরোধে আপন চাচা মিজানুর রহমান ও তার পরিবারের লোকজন সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে হামলা চালিয়ে শাহাদাত ও তার পিতাকে মারধরসহ ভাংচুর ও লুটতরাজ চালায়। এ ঘটনায় শাহদাত হোসেন বাদী হয়ে ৪ জনকে বিবাদী করে বিজ্ঞ আমলী কচুয়া, চাঁদপুর আদালতে মামলা দায়ের করে।

অভিযুক্ত মিজানুর রহমান  জানান, সম্পত্তি বিরোধে আমার সীমানা অংশে রুবেলের পিতা খলিলুর রহমানের বসতঘর থাকায়  ঘটনার সময় তর্কবিতর্কের এক পর্যায়ে আমার ছেলেরা এ বসতঘরের বেড়ার টিনের কিছু অংশ ভাংচুর করে। তবে রুবেলের ঘরের দরজা আসবাবপত্র ভাংচুর বা লুটপাতের ঘটনা অস্বীকার করেন তিনি।

মামলার বাদী শাহাদাত সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আদালতে ন্যায় বিচারের দাবী জানিয়েছেন।

এসআই দেলোয়ার জানান, তদন্ত কার্যক্রম শেষ হলে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।