Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় ৪র্থ ধাপে ঘর পাবে ১০৭ পরিবার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় ৪র্থ ধাপে ঘর পাবে ১০৭ পরিবার

March 21, 2023 08:01:53 PM   দেশজুড়ে ডেস্ক
কচুয়ায় ৪র্থ ধাপে ঘর পাবে ১০৭ পরিবার

ভ্রাম্যমাণ সংবাদদাতা:
‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে নির্মিত ১৮টি জমিসহ গৃহ প্রদান উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সকালে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কচুয়ায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় মোট ১ শ’ ৭টি ঘর প্রদান করা হবে। তার মধ্যে বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ের নির্মিত জমিসহ গৃহ আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সর মাধ্যমে উদ্বোধন করবেন। তারই অংশ হিসাবে কচুয়া উপজেলায় ভূমিহীন ১৮টি পরিবারের মাঝে ঘরের দলিল, চাবি ও সনদ হস্তান্তর কার্যক্রমও উদ্বোধন করা হবে। এ ১৮টি ঘরসহ কচুয়ায় উপকারভোগীর সংখ্যা দাঁড়াবে ৫৫। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের একটি ভূমিহীন পরিবারকে ঘর প্রদান  ও নির্বাচনী ইশতেহার অনুযায়ী কচুয়া শতভাগ ভূমিহীন পরিবারকে ঘর প্রদান করার লক্ষে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। প্রেস ব্রিফিং শেষে ইউএনও মো. নাজমুল হাসান সাংবাদিকদের সাথে নিয়ে উপজেলার ১০ গোহট উত্তর ইউনিয়নের নাউলা গ্রামে উদ্বোধনের অপেক্ষায় ১৮টি ঘর ও নির্মাধীন আরো ১২টি ঘর পরিদর্শন করেন।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সহকারি ভূমি কর্মকর্তা আবুল বাসার উপস্থিত ছিলেন।