
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমিনুল ইসলাম লিটন কে ঢাকা মহানগর উত্তর গেজগাও থানা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক নির্বাচিত করা হয়েছে।
গত ১৪ মে ঢাকা মহানগর উত্তর তেঁজগাও থানা শ্রমিকলীগের আহবায়ক মোঃ আজিজুল হাকিম ও সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন পলাশ সাক্ষরিত ৩৯ সদস্য বিশিষ্ট কমিটিতে আমিনুল ইসলাম লিটন কে আহবায়ক নির্বচিত করেন। আমিনুল ইসলাম লিটন গোপালগঞ্জ জেলার কোটালী পাড়া উপজেলার শিকির গ্রামের শামচুল হক মিয়ার ছেলে ।
এর আগে তিনি তেঁজগাও থানা শ্রমিকলীগের ২৫ নং ওয়াডের সাংগঠনিক সম্পাদক ও পরে তেঁজগাও থানা জাতীয় শ্রমিকলীগের সদস্য নির্বাচিত হন, পরবর্তীতে সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করার পরে আহবায়ক নির্বাচিত হলেন।
উল্লেখ্য আমিনুল ইসলাম লিটন এর ছোট ভাই রফিকুল ইসলাম কোটালী পাড়া উপজেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করে আসছেন।
কোটালী পাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠের নেত্রীবৃন্দ, ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের আহবায়ক নির্বাচিত হওয়ায় আমিনুল ইসলাম লিটন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।