
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে সরকারি কাঠালিয়া ততফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম তুষার মুন্সী, ৪ নম্বর কাঠালিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তালাশ আকন এবং ৫ নম্বর শৌলজলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খালিদ মুন্সী।
বক্তারা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আন্দোলনকারীরা জানান, এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং তারা পারভেজ হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন।