Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র

March 03, 2025 07:14:12 PM   জেলা প্রতিনিধি
কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি দালাল চক্র। সংযোগ নেওয়া গ্রাহকদের কাছ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে, যা তিতাস গ্যাস কর্তৃপক্ষের নির্দিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করেই পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার বিভিন্ন স্থান ঘুরে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা আঞ্চলিক বিপণন শাখার কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় অবৈধ সংযোগ দিয়ে আসছে। এতে সরকারি বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার, পাশাপাশি এসব সংযোগ মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ীর আমবাগ, বাইমাইল, জরুন ৭ নম্বর ওয়ার্ড, নামাপাড়া, প্রভাতী স্কুলের পাশে, হালিমা গার্মেন্টস সংলগ্ন এলাকা, কেয়া স্পিনিং মিলের সামনে, শাহজাহান খান, মজিবুর খান, আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন, পারু, শাহাবুদ্দিনসহ বহু প্রভাবশালীর বাসায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এমনকি কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশেও এ ধরনের সংযোগের সন্ধান পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, এসব সংযোগের মাধ্যমে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। তারা তিতাসের কর্মকর্তাদের নাম ব্যবহার করে সংযোগগ্রহীতাদের কাছ থেকে নিয়মিত টাকা তোলে। কেউ টাকা দিতে দেরি করলে বা নতুন সংযোগ নিতে চাইলে তাদের উপর চাপ প্রয়োগ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “বাড়ি তৈরি করেছি, কিন্তু গ্যাসের সংযোগ না থাকায় ভাড়াটিয়া পাচ্ছিলাম না। বাধ্য হয়ে দালালদের মাধ্যমে সংযোগ নিতে হয়েছে। কিন্তু মাসে মাসে টাকা দিতে হয়। মাঝেমধ্যে তারা সংযোগ কেটে দেয়, পরে আবার টাকা নিয়ে চালু করে।”

এ বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা আঞ্চলিক বিপণন শাখার সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, “আমরা নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করছি।” তবে স্থানীয়রা বলছেন, দালাল চক্রের সঙ্গে যোগসাজশ থাকায় এসব সংযোগ বারবার চালু হয় এবং মূল অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।

অবৈধ সংযোগের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা।