
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানা শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ মহড়া আয়োজন করে। মহড়াটি কোনাবাড়ী ফ্লাইওভারের নিচ থেকে শুরু হয়ে বাইমাল, হরিণাচালা ও সাইনবোর্ড এলাকা পরিদর্শন শেষে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎয়ের সামনে এসে শেষ হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা ধারাবাহিকভাবে মহড়া পরিচালনা করে আসছে। জনসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনাবাড়ী থানা পুলিশ সর্বদা সজাগ ও সচেতন রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের নির্দেশনায় অনুষ্ঠিত এই মহড়ায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের (অপরাধ) উপ-পুলিশ কমিশনার রিয়াজ আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রবিউল ইসলাম, কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।