Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কোনাবাড়ীতে বোনদের ওয়ারিশের প্রাপ্য সম্পত্তি ভোগ দখলে বাঁধা বড় ভাইয়ের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কোনাবাড়ীতে বোনদের ওয়ারিশের প্রাপ্য সম্পত্তি ভোগ দখলে বাঁধা বড় ভাইয়ের

August 01, 2024 09:28:09 PM   স্টাফ রিপোর্টার
কোনাবাড়ীতে বোনদের ওয়ারিশের প্রাপ্য সম্পত্তি ভোগ দখলে বাঁধা বড় ভাইয়ের

বড় ভাই বাবুল হোসেনের নাটকীয়তা এবং বাঁধার কারণে প্রাপ্য ওয়ারিশ সম্পত্তি ভোগ দখলে হয়রানির শিকার হচ্ছেন দুই বোন রাহেলা ও রাহিমা। গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ পশ্চিমাপাড়া ডালাই রোড এলাকায় ওয়ারিশ সূত্রে পাওয়া দুই বোনের ৭১.৫০ শতাংশ ভোগ দখলকৃত জমি আত্মসাৎ করতে বড় ভাই বাবুল হোসেন নানা নাটকীয়তার জন্ম দিচ্ছেন বলে অভিযোগ বোনদের। এর আগে, ওয়ারিশ সূত্রে পাওয়া ওই ৭১.৫০ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন ভুক্তভোগী দুই বোন।

ভুক্তভোগী দুই বোন রাহেলা ও রাহিমা জানান, তিন ভাই বোনের মধ্যে বাবুল হোসেন তাদের বড়। তারা কোনাবাড়ী থানার পশ্চিমপাড়া এলাকার মৃত ফালু মিয়ার সন্তান। বিগত ১৯৮৮ সালে বাবা এবং ২০১৯ সালে তাদের মা মারা যায়। এর পর থেকে তারা তাদের ওয়ারিশ সূত্রে পাওয়া গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া সাকিনস্থ বাঘিয়া মৌজার এসএ-৫২৪ নং খতিয়ানের ২৬৩ নং দাগে ৩৫০ এবং ২৬৪ নং দাগে ১৯ শতাংশ সহ মোট ৩২৪ শতাংশের কাতে নালিশী সম্পত্তি ৫৪ শতাংশ এবং এসএ দাগ নং- ২৫৭, খতিয়ান নং-৬০৫ এর মোট ৩৫ শতাংশের কাতে নালিশী সম্পত্তি ১৭.৫০ শতাংশের খালি জায়গা ভোগ দখল করে আসছিলেন। পরবর্তীতে তাদের মোটা সম্পত্তি ৭১.৫০ শতাংশের ৫৪ শতাংশ দখলকৃত জায়গা ভাড়া দিলে, ভাড়াটিয়ারা ভাড়াকৃত ওই জায়গায় সিনসেট ঘর তুলে গোডাউন হিসেবে ব্যবহার করছেন।

ভুক্তভোগী দুই বোন অভিযোগ করে বলেন, সবকিছু ঠিক-ঠাক চলছিল। কিন্তু কিছু দিন যাবত তাদের বড় ভাই বাবুল হোসেন, তাদের ওয়ারিশ সূত্রে পাওয়া ওই সম্পত্তি দখল করার পায়তারা করে আসছেন এমনকি সম্পত্তি ছেড়ে দিতে তাদেরকে নানা ধরনের হুমকি-দামকি দিচ্ছেন। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশে গড়ালেও, এখন পর্যন্ত এ সংক্রান্তে তাদের কোন অভিযোগ কিংবা জিডি আমলে নেয়নি কোনাবাড়ী থানা। তাদের ওয়ারিশ সম্পত্তি দখল এবং হুমকি-দামকির বিষয়ে থানা পুলিশের কাছে একাধিক বার গিয়েও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ ভুক্তভোগী দুই বোনের।

জানা যায়, ওয়ারিশ সূত্রে পাওয়া বোনদের সম্পত্তি আত্মসাৎ এর চেষ্টাকারী বড় ভাই বাবুল হোসেন, কোনাবাড়ী থানা বিএনপি'র তালিকাভুক্ত নেতা। আরও জানা যায়, উপরোক্ত বর্ণিত এসব বিষয়ে বিএনপি নেতা বাবুল হোসেন ও কোনাবাড়ী থানার এসআই মোশারফ পরস্পরে যোগাযোগ রয়েছে। অন্যদিকে বিএনপি নেতা বাবুল হোসেনের একটি কল রেকর্ড এ প্রতিবেদকের হাতে এসেছে। যেখানে এসআই মোশারফ বিএনপি নেতা বাবুল হোসেনকে জায়গা পায়িয়ে দেবার কথা বলেন এবং এর বিনিময়ে বাবুলের কাছে ১০ শতাংশ জমি দাবি করেন।  তবে এ বিষয়ে কোনাবাড়ী থানা পুলিশের এসআই মোশারফ ১০ শতাংশ জায়গা দাবির বিষয়টি অস্বীকার করেন।

বিএনপি নেতা বাবুলের নাটকীয়তা; উক্ত সম্পত্তি বিরোধের জের হিসাবে গত ২৫ জুলাই বাবুল হোসেন নিজে বাদী হয়ে বিজ্ঞ আদালতে মোকাদ্দমা দায়ের করেন। যার মোকাদ্দমা নং-৬০৩/২৪।  পরে ওই জমিতে আদালত কোন কাজ না করা নিষেধাজ্ঞা জারী করলে,  কোনাবাড়ী থানা পুলিশ গত ২৮ জুলাই বাবুল হোসেনসহ তার দুই বোন রাহেলা ও রাহিমাকে আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে দেন।

দুই বোন রাহেলা ও রাহিমা জানান, তাদের বড় ভাই বাবুল হোসেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই ২৯ জুলাই রাতে ওই সম্পত্তিতে স্থাপিত প্রাচীর ভেঙ্গে অনুপ্রবেশ করে। তারা বলেন ''আমাদের বড় ভাই বাবুল হোসেন নিজেই আমাদের বিরুদ্ধে কোর্টে মোকাদ্দমা করলেন, আবার নিজেই নিষেধাজ্ঞা অমান্য করে সাঙ্গপাঙ্গ নিয়ে প্রাচীর ভেঙ্গে সম্পত্তিতে অনুপ্রবেশ করেছেন!'' তার এসব নাটকীয়তা বন্ধ করে আমাদের প্রাপ্য পৈতৃক সম্পত্তিতে বাঁধা না দেয়ার জন্য, বড় ভাই বাবুল হোসেনের কাছে অনুরোধ জানান তারা।

অন্যথায়, তাদের প্রাপ্য সম্পত্তি রক্ষার্থে প্রধানমন্ত্রীর দারস্থ হবার কথাও জানান ভুক্তভোগী দুই বোন।