Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড, ২টি ট্রাক আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড, ২টি ট্রাক আটক

March 21, 2025 08:28:25 PM   অনলাইন ডেস্ক
কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড, ২টি ট্রাক আটক

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে তিনজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মাটি বহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়। শুক্রবার (২১ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে সাতদিন করে কারাদণ্ড প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ২নং ওয়ার্ডের নয়ানগর গ্রামের ফরেস্টফিস ঘাট নদীর চর এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার গয়েশপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. সুজন (২৫), একই এলাকার খৈয়ারপাড় গ্রামের ইয়াকুব আলীর ছেলে শিপন (১৯) এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে রোমান (২৫)। তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন জানান, একটি চক্র রাতের আঁধারে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র সরবরাহ করছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক ও দুটি মাটি ভর্তি ট্রাক জব্দ করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাদের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আদালত জানিয়েছেন।