Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / কুবি ‘এ’ ইউনিটে প্রথম মো. আব্দুল্লাহ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবি ‘এ’ ইউনিটে প্রথম মো. আব্দুল্লাহ

April 23, 2025 07:50:52 PM   অনলাইন ডেস্ক
কুবি ‘এ’ ইউনিটে প্রথম মো. আব্দুল্লাহ

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে প্রথম স্থান অর্জন করেছেন মো. আব্দুল্লাহ। তিনি লিখিত ও একাডেমিক ফলাফল মিলিয়ে মোট ৯৬ নম্বর পেয়ে মেধাতালিকায় শীর্ষস্থান লাভ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মেধাতালিকা ১২০ নম্বরের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে লিখিত অংশে ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অতিরিক্ত ২০ নম্বর যোগ করা হয়। সর্বোচ্চ নম্বর পাওয়া মো. আব্দুল্লাহ মেধা তালিকার শীর্ষে জায়গা করে নেন।

চট্টগ্রামের হাজীগঞ্জ উপজেলার অধিবাসী আব্দুল্লাহ হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি দ্বিতীয়বারের মতো কুবির ভর্তি পরীক্ষায় অংশ নেন। এর আগে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগে ভর্তি ছিলেন।

সাফল্য সম্পর্কে আব্দুল্লাহ বলেন, “এতদূর আসার পথটা মোটেও সহজ ছিল না। একজন সেকেন্ড টাইমার হিসেবে নিজেকে মানসিকভাবে স্থির রেখে নতুন করে প্রস্তুতি নেওয়া অনেক কঠিন ছিল। গতবার ব্যর্থ হওয়ার পরও আমি হাল ছাড়িনি। আজ সেই পরিশ্রমের ফল পেলাম। আমি কৃতজ্ঞ আমার পরিবার ও সবার প্রতি, যারা সবসময় আমার পাশে ছিলেন। আলহামদুলিল্লাহ।”

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন কেন্দ্রে ৩০টি ভেন্যুতে মোট ২১ হাজার ৯৯৯ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।