Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবি প্রেস ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবি প্রেস ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

March 20, 2025 10:44:05 PM   অনলাইন ডেস্ক
কুবি প্রেস ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. শওকত আলী।

অনুষ্ঠানে কুবি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আতিকুর রহমান তনয়ের সঞ্চালনায় এবং সংগঠনটির সভাপতি ইমতিয়াজ হাসান রিফাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, কলা ও মানবিক অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাঈমুল হুদা। এছাড়া, উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অতিথি শিক্ষক আতিকুজ্জামান, কুবি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থীরা, কর্মকর্তা-কর্মচারী এবং সংগঠনটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আমরা রোজার মাসে রোজা রাখি, আমাদের সামনে খাবার ও পানি থাকলেও তা গ্রহণ করি না। এটি আমাদের তাকওয়ার শিক্ষা দেয়। আমরা সকলে তাকওয়া অর্জন করবো, এটাই প্রত্যাশা। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য।’

কুবি প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রিফাত বলেন, 'সবাইকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে আসার জন্য। আমাদের আরও বৃহৎ আয়োজনের পরিকল্পনা ছিল, তবে পরীক্ষার কারণে সেটি সম্ভব হয়নি। এরপরও আপনারা যে আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আশা করি, ভবিষ্যতেও আপনাদের পাশে পাবো।'