Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবিতে ‘এ’ ও ‘সি’ ইউনিটের সাবজেক্ট চয়েস শুরু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবিতে ‘এ’ ও ‘সি’ ইউনিটের সাবজেক্ট চয়েস শুরু

April 24, 2025 07:51:08 PM   অনলাইন ডেস্ক
কুবিতে ‘এ’ ও ‘সি’ ইউনিটের সাবজেক্ট চয়েস শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ‘এ’ (বিজ্ঞান ও প্রকৌশল) ও ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) উত্তীর্ণ শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস কার্যক্রম আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে। এই কার্যক্রম চলবে আগামী ১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নিজ নিজ প্রোফাইল থেকে পছন্দক্রম অনুযায়ী সাবজেক্ট চয়েস দিতে পারবেন। কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস দেওয়ার সময় অবশ্যই কোটা উল্লেখ করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই সাবজেক্ট চয়েস সম্পন্ন করবে। এই সময়সীমার পর কোনোভাবেই সাবজেক্ট চয়েস গ্রহণ করা হবে না।’

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে মোট ৭ হাজার ৬৪৬ জন এবং ‘এ’ ইউনিটে ২১ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় ‘এ’ ইউনিটে পাসের হার ৩৪.০৫% এবং ‘সি’ ইউনিটে ৬৯.৭৫%।