Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

April 19, 2025 09:43:49 PM   অনলাইন ডেস্ক
কুবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানামুখী সহযোগিতা প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

শনিবার (১৯ এপ্রিল) ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিট ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নানা ধরনের স্বেচ্ছাসেবামূলক সেবা দেয় সংগঠনটি।

সংগঠনের সমন্বয়ক মো. ইকবাল বলেন, “আমরা গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছি। রাত ৪-৫টা পর্যন্ত আবাসন, ইমারজেন্সি বাইক সার্ভিসসহ নানা রকম সেবা দিয়েছি। আজ সারাদিন শিক্ষার্থী ও অভিভাবকদের বসার ব্যবস্থা, হালকা খাবার ও সুপেয় পানির ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এভাবে শিক্ষার্থীদের পাশে থাকব।”

আরেক সমন্বয়ক নাঈম ভূঁইয়া জানান, “গতকাল থেকেই ভর্তিচ্ছুদের ক্যাম্পাসের হল, পার্শ্ববর্তী মেস এবং শহরের বিভিন্ন স্থানে থাকার ব্যবস্থা করে দিয়েছি। আজ পরীক্ষার দিন সকাল থেকে পানি সরবরাহ, কেন্দ্র লোকেশন জানানো এবং অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা করেছি।”

সংগঠনের আরেক সমন্বয়ক পাবেল রানা বলেন, “ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের তিনটি শৃঙ্খলা টিম ক্যাম্পাসে কাজ করেছে। পরীক্ষার্থীদের সহায়তায় একটি ‘হেল্প ডেস্ক’ পরীক্ষার আগের রাত থেকে শুরু করে আজ পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছে। পাশাপাশি পানীয় জল ও হালকা খাবারের ব্যবস্থাও রাখা হয়েছিল।”

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সবার কাছে।