Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবিতে মাদকসেবনরত অবস্থায় বহিরাগত আটক, পুলিশে সোপর্দ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবিতে মাদকসেবনরত অবস্থায় বহিরাগত আটক, পুলিশে সোপর্দ

March 01, 2025 11:37:22 PM   অনলাইন ডেস্ক
কুবিতে মাদকসেবনরত অবস্থায় বহিরাগত আটক, পুলিশে সোপর্দ

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মো. জীবন (১৯) নামে এক বহিরাগতকে মাদকসেবনরত অবস্থায় আটক করেছে শিক্ষার্থীরা। শনিবার (১ মার্চ) রাত ১০টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মাদক সেবনের সময় তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

পরে প্রক্টরের উপস্থিতিতে লিখিত জবানবন্দি নেওয়ার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃত জীবন কুমিল্লার সালমানপুর এলাকার ব্লু ওয়াটার পার্ক সংলগ্ন মো. গোলাপ খানের ছেলে।

লিখিত জবানবন্দিতে জীবন স্বীকার করে, সে প্রায়ই এখানে মাদক সেবন করতে আসে। এছাড়া সে সালমানপুর এলাকার মিলন ও আল-আমিন নামে দুইজন মাদক বিক্রেতার নাম উল্লেখ করে।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ বলেন, “তাকে থানায় নিয়ে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাহিদা বেগম বলেন, “মাদকের কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হবে, এটা কোনোভাবেই কাম্য নয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাদকের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে, তারই অংশ হিসেবে আজকের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আমরা আরও সজাগ থাকব।”