
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন ধর্মাবলম্বীদের শিবচতুর্দশী ব্রত ও গীতাদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দোতালার অস্থায়ী প্রার্থনা কক্ষে সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক জয় চন্দ্র রাজবংশী।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. মো. হায়দার আলী বলেন, "আগে সনাতন শিক্ষার্থীদের কোনো প্রার্থনার কক্ষ ছিল না। আমি আসার পর উদ্যোগ নেওয়া হয়েছে, তোমরা একটি প্রার্থনার কক্ষ পেয়েছো। নতুন ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মডেলে মন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি ধর্মই শান্তির বার্তা দেয়, তাই ধর্ম সঠিকভাবে পালন করা উচিত। ধর্ম মানুষকে মাদকসহ নানা অপকর্ম থেকে বিরত রাখে।"
ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক জয় চন্দ্র রাজবংশী বলেন, "প্রথমবারের মতো আমার স্ত্রীসহ এখানে এসেছি। একই ছায়ার নিচে সবাইকে একত্রিত দেখে ভালো লাগছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশে কোনো মন্দির নেই, যা একটি অপূর্ণতা তৈরি করে। তবে অন্তত প্রার্থনার কক্ষ হওয়ায় ভালো লাগছে।"
সনাতন বিদ্যার্থী সংসদ, কুবির সভাপতি অজয় চন্দ্র বর্মন বলেন, "শিবরাত্রি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পূজা। ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে এটি পালন করা হয়। এটি ক্যাম্পাসে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হলো। সকল সনাতনী শিক্ষার্থী ও শিক্ষক আনন্দের সঙ্গে এতে অংশগ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।"