
ভোলার হাফিজ ইব্রাহিম কলেজে আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা পাঠক বন্ধুর আহ্বায়ক মো. সাইফুল ইসলাম আকাশ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাফিজ ইব্রাহিম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জাকারিয়া আজম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন হাফিজ ইব্রাহিম কলেজের প্রতিষ্ঠাতা ও ভোলা-২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। তিনি বলেন, "আজকের পত্রিকার পাঠক বন্ধু একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের সামাজিক কাজে উদ্বুদ্ধ করতে কাজ করছে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক খবরপত্রের প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা। তিনি বলেন, "বাল্যবিবাহ ও মাদক সমাজে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে। এ থেকে যুব সমাজকে রক্ষা করতে সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। পাঠক বন্ধু এ ধরনের সচেতনতামূলক কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।"
এ সময় উপস্থিত ছিলেন হাফিজ ইব্রাহিম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. রুবেল, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক নাঈমুর রহমান, সমাজকর্ম বিভাগের প্রভাষক উম্মে কুলসুম, বাংলা বিভাগের প্রভাষক মেরুন নাহারসহ বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।