Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / সুনামগঞ্জে মাতাল যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুনামগঞ্জে মাতাল যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

May 07, 2025 08:06:27 PM   অনলাইন ডেস্ক
সুনামগঞ্জে মাতাল যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

সুনামগঞ্জ শহরের নতুনপাড়া আবাসিক এলাকায় মাতলামি করতে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে মো. আল মোবিন (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার শামছুল হকের ছেলে। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত হৃদয় বণিক (৩০) স্থানীয় রবি বণিকের ছেলে। সে একজন বখাটে এবং মাদকাসক্ত হিসেবে পরিচিত। প্রায়ই বিভিন্ন স্থানে নেশা করে গালিগালাজ ও অসামাজিক কাজ করত। মোবিনের বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে প্রায়ই হৃদয়সহ কয়েকজন তরুণ নেশা করত। মঙ্গলবার বিকেলে হৃদয় একাই সেখানে মাতলামি করছিল।

এ সময় মোবিন এগিয়ে গিয়ে তাকে নিষেধ করেন এবং বলেন, ‘তোমরা এখানে এসব করো, আমরাতো পরিবার নিয়ে থাকি।’ এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হৃদয় মোবিনকে ছুরিকাঘাত করে। আহত মোবিন বালুর স্তূপে পড়ে গেলে হৃদয় আরও কয়েকবার তাকে ছুরিকাঘাত করে। আশপাশে খেলতে থাকা কয়েক শিশু এ ঘটনা দেখে মোবিনের পরিবারের লোকজনকে জানায়।

পরে স্থানীয়রা মোবিনকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ঘটনার পর ঘাতক হৃদয় বণিককে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। নতুনপাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।