Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / বাগেরহাটে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাগেরহাটে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

May 07, 2025 08:04:32 PM   অনলাইন ডেস্ক
বাগেরহাটে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগে বাগেরহাট সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে দুদক বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দুদক কর্মকর্তারা জানান, অভিযানের সময় বিআরটিএ কার্যালয়ে দালালদের সক্রিয় উপস্থিতি, পরীক্ষা ও প্রশিক্ষণ ছাড়াই মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং বিআরটিএ কর্মকর্তাদের সেবা প্রদানের প্রতিশ্রুতিতে বিকাশ-নগদের মাধ্যমে মুঠোফোনে অনৈতিক আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

এছাড়া ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার খাতায় একাধিক খাতায় একই হাতের লেখা পাওয়া যায়। যেখানে ২০ নম্বরের পরীক্ষায় ১২ পেলে পাশ করার নিয়ম থাকলেও, ৮ বা ৯ নম্বর পাওয়া প্রার্থীদের খাতায় অতিরিক্ত ৩-৪ নম্বর যোগ করে পাশ করানোর প্রমাণ মেলে।

সহকারী পরিচালক মো. সাইদুর রহমান জানান, "সেবা গ্রহীতাদের হয়রানি, সেবার বিনিময়ে অনৈতিক অর্থ লেনদেনসহ বেশকিছু অনিয়মের সত্যতা পেয়েছি। এসব তথ্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"