Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের চ্যাম্পিয়ন 'টিম ডালভাত' - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের চ্যাম্পিয়ন 'টিম ডালভাত'

February 28, 2025 10:26:53 PM   অনলাইন ডেস্ক
কুবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের চ্যাম্পিয়ন 'টিম ডালভাত'

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ড ২০২৫ প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে 'টিম ডালভাত', প্রথম রানারআপ 'টিম ভিশনারি মার্কেটার্স' এবং দ্বিতীয় রানারআপ 'টিম অ্যারোমা'।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাওয়াদ উর রাকিন খান, হুরে জান্নাত অর্না এবং আনিকা তাবাসসুম সাদিয়া। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগারের উপস্থিতিতে সকাল ১০টায় শুরু হয় অনুষ্ঠানটি।

উক্ত অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল-এর কর্পোরেট ব্র্যান্ড ম্যানেজার শেখ হামীম আলী, গোদরেজ বাংলাদেশ লিমিটেডের এরিয়া লিড মো. আরাফাত হোসেন এবং এবরোড স্টাডি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার শাহনূর কিবরিয়া সুজন।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে সাতটি দল অংশগ্রহণ করে, তারা হলো: টিম ভিশনারি, টিম ভিশনারি মার্কেটার্স, টিম অ্যারোমা, টিম গ্লো লিফ, টিম সিলথেরিয়া, টিম ডালভাত এবং টিম শতরঞ্জী।

বিজয়ী দলের টিম লিডার রিয়াদ হোসাইন বলেন, "হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ। আমি জীবনে কখনো প্রথম হতে পারিনি, গতবার হাল্ট প্রাইজে আমার দল দ্বিতীয় হয়েছিল। এবার অবশেষে আমি এবং আমার টিম বিজয়ী হয়েছি।"

গোদরেজ গ্রুপের বাংলাদেশ এরিয়া ম্যানেজার মোহাম্মদ আরাফাত হোসাইন বলেন, "বর্তমানে তথ্যই সম্পদ। যার কাছে যত বেশি তথ্য আছে, সে তত বেশি সমৃদ্ধ। আজকে এখানে অনেকগুলো গ্রুপ তাদের ইউনিক আইডিয়াগুলো শেয়ার করছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তবে বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ থাকবে, তবে টাইম ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ।"

প্রাণ আরএফএল গ্রুপের কর্পোরেট ব্র্যান্ড ম্যানেজার শেখ হামীম আলী বলেন, "হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত গ্র্যান্ড ফাইনালে তরুণ উদ্যোক্তাদের ইউনিক আইডিয়াগুলো দেখে ভালো লাগছে। তবে আমার অনুরোধ থাকবে, তরুণ উদ্যোক্তারা যেন এসডিজির লক্ষ্যের দিকে ফোকাস করে।"

তিনি আরও বলেন, "আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছেন, তাদের সঙ্গে আমরা প্রাণ আরএফএল গ্রুপ কাজ করার চেষ্টা করব।"

প্রতিযোগিতার আয়োজন নিয়ে হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর মুজাহীদুল ইসলাম চৌধুরী বলেন, "পঞ্চম বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা আয়োজিত হয়। গত ১৮ই ডিসেম্বর শুরু হওয়া এই প্রোগ্রামে প্রায় ১১৭টি টিম রেজিস্ট্রেশন করেছিল। ১০৪টি টিম প্রথম রাউন্ডে তাদের আইডিয়া সাবমিট করেছিল এবং সেখান থেকে ১৭টি টিম সেমি ফাইনালে কোয়ালিফাই করে, এবং সবশেষে ৭টি টিম ফাইনালিস্ট হয়ে আজ 'টিম ডালভাত' চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।"

এছাড়া, হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস রাউন্ড-২০২৪-২৫ এর এসোসিয়েট ও বেভারেজ পার্টনার হিসেবে ছিল 'প্রাণ আরএফএল', গিফট পার্টনার হিসেবে 'গোদরেজ', এসোসিয়েট পার্টনার হিসেবে 'স্টাডি এবরোড', নলেজ পার্টনার হিসেবে 'আইএলএস এক্সিলেন্স', ইন্সপায়ারেশন পার্টনার হিসেবে 'প্রগতি বই ঘর' এবং মিডিয়া পার্টনার হিসেবে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’, 'দেশ টিভি' ও 'এনটিভি অনলাইন'।