Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ভারতের দুই যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভারতের দুই যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

May 07, 2025 05:29:41 AM   অনলাইন ডেস্ক
ভারতের দুই যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

পাকিস্তান দাবি করেছে, ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের বিমানবাহিনী। আজাদ কাশ্মির ও অন্যান্য অঞ্চলে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। বুধবার (৭ মে) রাতে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিকে দেওয়া এক বিবৃতিতে দেশটির নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, "ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে পাকিস্তান। শত্রু পক্ষের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং আমাদের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি।"

এর আগে ভারতের মিসাইল হামলায় পাকিস্তানের অন্তত তিনজন নিহত হন, যার মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। হামলার পরপরই পাল্টা আকাশ ও স্থল অভিযান শুরু করে পাকিস্তান, বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি জিও টিভিকে বলেন, “আকাশ ও স্থলে আমাদের জবাব চলছে।”

পিটিভির পক্ষ থেকে এক্সে (সাবেক টুইটার) জানানো হয়েছে, পাল্টা হামলা অব্যাহত রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে বলেন, “ভারত কাপুরুষের মতো বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, নিজের আকাশসীমা থেকেই। তাদের বাহিনী এখনো মাটি স্পর্শ করেনি। তারা যেন একবার বের হয়, তখন বুঝবে কেমন জবাব অপেক্ষা করছে।”

অন্যদিকে ভারতীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, 'অপারেশন সিন্দুর' নামের একটি পরিকল্পিত অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্যমতে, এসব হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসী অবকাঠামো, যা ভারতের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহৃত হয়ে আসছে। ভারত দাবি করেছে, তাদের হামলায় পাকিস্তানের সামরিক স্থাপনাগুলো টার্গেট করা হয়নি এবং আক্রমণ ছিল “কেন্দ্রীয়ভাবে পরিচালিত ও পরিমিত”, যাতে উত্তেজনা আর না বাড়ে।

উল্লেখ্য, সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এই পরিস্থিতিতে সীমান্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে।

সূত্র: দ্য ডন, জিও টিভি, পিটিভি, রয়টার্স