Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবিতে হাল্ট প্রাইজ ২০২৪-২৫ এর ফাইনাল ২৮ ফেব্রুয়ারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবিতে হাল্ট প্রাইজ ২০২৪-২৫ এর ফাইনাল ২৮ ফেব্রুয়ারি

February 27, 2025 08:11:58 PM   অনলাইন ডেস্ক
কুবিতে হাল্ট প্রাইজ ২০২৪-২৫ এর ফাইনাল ২৮ ফেব্রুয়ারি

কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস ২০২৪-২৫' প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হাল্ট প্রাইজ কুবির ডিরেক্টর মুজাহীদুল ইসলাম।

হাল্ট প্রাইজ কুবির আয়োজকদের দেওয়া তথ্যমতে, গত ১৮ ডিসেম্বর শুরু হওয়া রেজিস্ট্রেশন পর্বে ১২৭টি দল অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডের প্রতিযোগিতায় আইডিয়া সাবমিশন শেষে ১৭টি দলকে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়া হয়, যেখানে প্রতিযোগীরা পাওয়ারপয়েন্ট স্লাইডের মাধ্যমে তাদের আইডিয়া উপস্থাপন করে। সেমিফাইনাল থেকে বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ ধাপ পার হয়ে যাচাই-বাছাইয়ের পর সাতটি দল ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে- টিম ভিশনারি, ভিশনারি মার্কেটার্স, টিম এরোমা, টিম গ্লো লিফ, টিম সিলথেরিয়া, টিম ডাল-ভাত ও টিম শতরঞ্জী।

উক্ত অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত থাকবেন প্রাণ-আরএফএল গ্রুপের কর্পোরেট ব্র্যান্ড ম্যানেজার শেখ হামীম আলী, গোদরেজ বাংলাদেশ লিমিটেডের এরিয়া লিড মো. আরাফাত হোসেন, এবরোড স্টাডি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার শাহনূর কিবরিয়া সুজন এবং লার্নিং মেটের চিফ এক্সিকিউটিভ অফিসার রাসেল-এ-কাওসার। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।

'হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস রাউন্ড-২০২৪-২৫' এর অ্যাসোসিয়েট ও বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে প্রাণ-আরএফএল, গিফট পার্টনার হিসেবে গোদরেজ, অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে স্টাডি এবরোড, নলেজ পার্টনার হিসেবে আইএলএস এক্সিলেন্স, ইন্সপায়ারেশন পার্টনার হিসেবে প্রগতি বই ঘর। এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দেশ টিভি ও এনটিভি অনলাইন।