Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজে পুষ্টি মেলা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজে পুষ্টি মেলা অনুষ্ঠিত

May 07, 2025 08:13:27 PM   অনলাইন ডেস্ক
কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজে পুষ্টি মেলা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা মানবদেহের পুষ্টি বিজ্ঞানের গুরুত্ব নিয়ে পুষ্টি মেলার ( নিউট্রিশন ফেয়ার) আয়োজন করেছেন।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং (বি.এস.সি ইন নার্সিং) এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি) শিক্ষার্থীদের সম্মিলনে ছয়টি স্টলে নানা বাহারি খাদ্য উপাদান ও পুষ্টি উপকরণ প্রদর্শনের মাধ্যমে মেলাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজের অধ্যক্ষ, সাবেক সেনা অফিসার মেজর তাহমিনা ইসরাত খানম।

মেলার মূল উদ্দেশ্য ছিল, চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি একজন নার্সের পুষ্টি বিজ্ঞানের সঠিক জ্ঞান অর্জন ও এর বাস্তব চর্চা নিশ্চিত করা। পরে অধ্যক্ষ মেজর তাহমিনা ইসরাত খানম মেলার সেরা তিনটি দলকে বিজয়ী ঘোষণা করে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এতে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন।