Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবির ডেপুটি রেজিস্ট্রার জাকির সাময়িক বরখাস্ত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবির ডেপুটি রেজিস্ট্রার জাকির সাময়িক বরখাস্ত

March 20, 2025 08:38:20 PM   অনলাইন ডেস্ক
কুবির ডেপুটি রেজিস্ট্রার জাকির সাময়িক বরখাস্ত

কুবি সংবাদদাতা:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ জাকির হোসেন সদর দক্ষিণ থানার একটি মামলায় এজহারভুক্ত ৩০ নম্বর আসামি। মামলার এফআইআর নম্বর ৯ এবং জিআর নম্বর ৩২৯। গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সরকারি কর্মকর্তা আইন ২০১৮ এর ধারা ৩৯ (০২) এবং সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর ১২ নম্বর বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বরখাস্তকালীন সময়েও তিনি বিধিমালা অনুযায়ী ভাতা পাবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘তার নামে দুটি মামলা রয়েছে, সে প্রেক্ষিতেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি চাকরি বিধি অনুযায়ীই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলাগুলো বিচারাধীন রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি তদন্ত করছে। সবদিক বিবেচনা করেই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’