Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবির 'বি' ইউনিটের ভর্তি পরিক্ষার্থীদের পাশে ছাত্রদল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবির 'বি' ইউনিটের ভর্তি পরিক্ষার্থীদের পাশে ছাত্রদল

April 25, 2025 06:57:26 PM   অনলাইন ডেস্ক
কুবির 'বি' ইউনিটের ভর্তি পরিক্ষার্থীদের পাশে ছাত্রদল

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত উক্ত ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নানাভাবে সহায়তা করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

জানা যায়, ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য খাবার পানি, স্যালাইন, তথ্যকেন্দ্র স্থাপন, বাইক সার্ভিস এবং অভিভাবকদের বসার ব্যবস্থাসহ নানা ধরনের মানবিক সহায়তা প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভ জানান, ভর্তি পরীক্ষা উপলক্ষে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের চারটি বাইক সার্ভিস চালু ছিল। পরীক্ষার্থীদের জন্য আবাসন ও শহীদ ওয়াসিম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে রাতের খাবারের ব্যবস্থাও রাখা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য তিনটি বুথ ও ৩০০ জনের বসার ব্যবস্থা করা হয়েছিল। গরমে পানির চাহিদা মেটাতে ১,৫০০ জনকে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় এবং অসুস্থ হলে চিকিৎসা ও স্যালাইনের ব্যবস্থাও রাখা হয়। যাতায়াত নির্বিঘ্ন রাখতে চারটি স্বেচ্ছাসেবক দল যানজট নিরসনে কাজ করেছে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, এবার ‘এ’ ও ‘সি’ ইউনিটের মতো ‘বি’ ইউনিটের পরিক্ষার্থীদের জন্যও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সার্বিকভাবে সহযোগিতা করেছে। পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ, ভুল কেন্দ্রে চলে আসা শিক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বাইক সার্ভিস, এবং অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও পানি-স্যালাইনের ব্যবস্থা রাখা হয়েছিল।

উল্লেখ্য, শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।