Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ছাত্রশিবিরের সহায়তা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ছাত্রশিবিরের সহায়তা

April 25, 2025 11:11:12 PM   অনলাইন ডেস্ক
কুবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ছাত্রশিবিরের সহায়তা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত উক্ত ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য সংগঠনটি নানা ধরনের সহায়তা প্রদান করেছে।

জানা যায়, শিবিরের পক্ষ থেকে পরিক্ষার্থীদের জন্য খাবার পানি, কলম, বই, তথ্যকেন্দ্র স্থাপন, বাইক সার্ভিস এবং অভিভাবকদের বসার ব্যবস্থাসহ নানা ধরনের মানবিক সহায়তা প্রদান করেছে।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম জানান, "আমরা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা নিশ্চিত করেছি, যেমন ফ্রি বাস সার্ভিস, মডেল টেস্ট, খাবারের ব্যবস্থা, কলম, বই, এবং বিশ্রামের জন্য বসার স্থান। এছাড়া, শহীদদের নামে তথ্যকেন্দ্র ও পানি কর্নার স্থাপন করা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এক সুরক্ষিত ও সুবিধাজনক পরিবেশ সৃষ্টি করা।"

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, "আমরা সাড়ে চার হাজার শিক্ষার্থীর জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করেছি। ছাত্রশিবিরের পক্ষ থেকে গতকাল থেকে ক্যাম্পাসে নিরাপদ যাতায়াতের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। এটি বিশেষভাবে উপকারী হয়েছে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য।"

উল্লেখ্য, আজ (২৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবং ছাত্রশিবিরের এই সহায়তা শিক্ষার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করেছে।