Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবির বিজয় ২৪ হলের প্রভোস্টের উদ্যোগে ঈদ উপহার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবির বিজয় ২৪ হলের প্রভোস্টের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

March 20, 2025 08:37:10 PM   অনলাইন ডেস্ক
কুবির বিজয় ২৪ হলের প্রভোস্টের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

কুবি সংবাদদাতা:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খানের ব্যক্তিগত উদ্যোগে হলটির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে বিজয় ২৪ হলের প্রভোস্টের তত্ত্বাবধানে হলের সকল কর্মচারী এবং অন্যান্য চার হলের ডাইনিং কর্মচারীদের মোট ৩০টি পাঞ্জাবি ও ১০টি শাড়ি ঈদ উপহার হিসেবে দেওয়া হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।

বিজয় ২৪ হলের কর্মচারী জগন্নাথ চন্দ্র বলেন, ‘আজ আমাদের পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে, যা আগে কেউ দেয়নি। এতে আমরা খুব খুশি ও আনন্দিত। প্রতিবছর এমন উদ্যোগ নেওয়া হলে কাজে আরও উৎসাহ পাব।’

বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, ‘ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই আমার এই উদ্যোগ। কর্মচারীরা শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকেন, আমাদেরও সহায়তা করেন। তাই আমরা ঈদ উদযাপন করলেও তাদেরও আনন্দের অংশীদার করতে চেয়েছি।’

তিনি আরও বলেন, ‘শুরুতে শুধু বিজয় ২৪ হলের কর্মচারীদের জন্য উপহার দেওয়ার পরিকল্পনা ছিল। পরে কয়েকটি উৎস থেকে ফান্ড সংগ্রহ করে পাঁচটি হলের কর্মচারীদের জন্য উপহার বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। কাপড়ের মানের ক্ষেত্রেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে সবাই এটি ভালোভাবে ব্যবহার করতে পারেন।’

প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘এমন মহৎ উদ্যোগ নেওয়ায় প্রভোস্ট স্যারকে ধন্যবাদ জানাই। সবাই যেন আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, এটাই আমাদের কাম্য।’