Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / কমিউনিটি ক্লিনিক চলছে সিএইচসিপির মন মতো, সেবা বঞ্চিত প্রান্তিক মানুষ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কমিউনিটি ক্লিনিক চলছে সিএইচসিপির মন মতো, সেবা বঞ্চিত প্রান্তিক মানুষ

October 09, 2024 11:56:54 AM   জেলা প্রতিনিধি
কমিউনিটি ক্লিনিক চলছে সিএইচসিপির মন মতো, সেবা বঞ্চিত প্রান্তিক মানুষ

বগুড়ার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। সেবাদানকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) বিরুদ্ধে কর্মস্থলে যথাসময়ে উপস্থিত না থাকার অভিযোগে সাধারণ মানুষ সেবাবঞ্চিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেবা দেয়ার নিয়ম থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে, অনেক সিএইচসিপি প্রায় দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কর্মস্থলে পৌঁছায়।

বগুড়া জেলায় মোট ৩৭৪টি কমিউনিটি ক্লিনিক থাকলেও অধিকাংশ ক্লিনিকেই এ ধরনের সেবাবঞ্চনার চিত্র লক্ষ্য করা গেছে। সরেজমিনে সোনাতলা উপজেলার চকনন্দন কমিউনিটি ক্লিনিক এবং ধুনট উপজেলার নিমগাছি কমিউনিটি ক্লিনিকে গিয়ে সিএইচসিপিদের বিরুদ্ধে নানা অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

নিমগাছি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শামছুন্নাহারের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ দিবাকর বসাক জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আযম বলেছেন, "যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।" সাধারণ মানুষের দাবি, এসব বক্তব্য যেন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বাস্তবেও কার্যকর হয়।