Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরের কামারজুরীতে কবর থেকে কঙ্কাল চুরির হিড়িক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরের কামারজুরীতে কবর থেকে কঙ্কাল চুরির হিড়িক

May 08, 2023 05:33:16 PM   উপজেলা প্রতিনিধি
গাজীপুরের কামারজুরীতে কবর থেকে কঙ্কাল চুরির হিড়িক

গাজীপুরের কামারজুরীতে (৩৬নং ওয়ার্ড) সামাজিক কবরস্থানে কবর খুঁড়ে মানুষের কঙ্কাল চুরির হিড়িক পড়েছে।

সোমবার কবর খুঁড়ে মানুষের ৩টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এরআগে রোববার দিবাগত রাতে গাছা ইউনিয়নের কামারজুরী মধ্যপাড়া গুচ্ছ গ্রাম কবরস্থানের কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি হয়।

জানা গেছে, সোমবার সকালে ফজরের নামাজের পর আবদুল আজিজ তার ছেলের কবর জিয়ারত করতে কবরস্থানে যান। এ সময় তিনি খেয়াল করেন, পাশের মোট ৩টি কবর খোঁড়া। ওইসব কবর থেকে মরদেহের কঙ্কাল চুরি করে নেওয়া হয়েছে।
পরে কঙ্কাল চুরির বিষয়টি এলাকায় জানাজানি হয়।

স্থানীয় বাসিন্দা হাজী আলাউদ্দিন জানান, এটি আমাদের সামাজিক কবরস্থান। কবরগুলোতে ২-৩ মাস আগে লাশ দাফন করা হয়েছিল।

আলামত দেখে বুঝা যাচ্ছে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা এটিই প্রথম না, এর আগেও চুরি হয়েছে।

এ বিষয়ে স্থানিয় আবুল হোসেন মেম্বার বলেন, কবর থেকে কঙ্কাল চুরির ঘটনাটি খুবই খারাপ হয়েছে। ঘটনাটি প্রশাসনকে অবগত করা প্রয়োজন।

রিপোর্ট লেখা পর্যন্ত কঙ্কাল চুরির ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি।