Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা

April 15, 2025 07:21:46 PM   অনলাইন ডেস্ক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষার্থীদের করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য যেসব নির্দেশনা দেওয়া হয় তা হলো—

  • পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে এবং কমপক্ষে ৩০ মিনিট আগে হলে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না।
  • পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ, বই বা কাগজ নিয়ে প্রবেশ করা নিষেধ। তবে ব্যাগ সঙ্গে থাকলে রুমের এক কোণায় রেখে পরীক্ষা দিতে হবে।
  • রোল নম্বর ও সেট কোডে কোনো প্রকার ঘষামাজা বা কাটাকাটি করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
  • পরীক্ষার সময় কেউ কক্ষ ত্যাগ করতে পারবে না।
  • উত্তরপত্রে দেওয়া নির্দেশনা মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে।
  • পরীক্ষার্থীদের কান ও মুখমণ্ডল পরীক্ষা করা হবে, যেখানে নারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষক দ্বারা এই চেকিং সম্পন্ন হবে।
  • প্রতি পাঁচটি পরীক্ষার হলে দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ১৯ এপ্রিল সকাল ১০টায় সি ইউনিটের পরীক্ষার মাধ্যমে। একই দিন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে এ ইউনিটের পরীক্ষা এবং ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে বি ইউনিটের পরীক্ষা।