
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষার্থীদের করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য যেসব নির্দেশনা দেওয়া হয় তা হলো—
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ১৯ এপ্রিল সকাল ১০টায় সি ইউনিটের পরীক্ষার মাধ্যমে। একই দিন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে এ ইউনিটের পরীক্ষা এবং ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে বি ইউনিটের পরীক্ষা।