
কুমিল্লা নগরী ও সদর দক্ষিণ উপজেলায় সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে কিশোর গ্যাংয়ের মূল অস্ত্র সরবরাহকারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক ও অন্যান্য অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (২৭ এপ্রিল) ভোররাত পৌনে চারটার দিকে সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র সরবরাহকারী মো. রুবেল (৩৫) কে আটক করা হয়। তিনি সম্প্রতি নগরীতে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংদের নিকট অস্ত্র সরবরাহ করতেন বলে জানা গেছে।
পরবর্তীতে নগরীর রেসকোর্স (পলাশী গলি) এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭) ও মো. শাহাদাত হোসেন (২৮) কে আটক করা হয়। এ সময় টেবিলের নিচে লুকানো অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেন, ল্যাপটপসহ বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
আটকৃতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের আরও চার সদস্য মো. সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মোজাহিদ (২১) এবং মো. রাফিউল আলম শফি (২০) কে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরও একজনকে আটক করা হয়, যিনি এই চক্রের সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।