
কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকা থেকে ১৪.৫ কেজি গাঁজাসহ রিমন (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত রিমন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমন স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা মূল্যে সরবরাহ করে আসছিলেন।
র্যাব জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত রিমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।