Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / করটিয়ার সরকারি সা’দত কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

করটিয়ার সরকারি সা’দত কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

February 14, 2025 02:16:48 PM   জেলা প্রতিনিধি
করটিয়ার সরকারি সা’দত কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইল জেলার করটিয়ার সরকারি সা’দত কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন প্রাণিবিদা বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্রীড়া প্রতিযোগিতা কমিটি-২০২৫ এর  সদস্য সচিব মোহাম্মদ শহিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন-  হায়দার আলী খান পন্নী ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী ডা. উম্মুত তিজান মাখদুমা পন্নী, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল্যাহ তালুকদার।
সভাপতিত্ব করেন কলেজের মার্কেটিং বিভাগের প্রধান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটি-২০২৫ এর আহ্বায়ক প্রফেসর এস.এম. গিয়াস উদ্দিন।
তিন দিনব্যাপি আয়োজিত প্রতিযোগিতা শুরু হয় গত ১১ ফেব্রুয়ারি। প্রতিযোগিতা অনুষ্ঠানে ১৮টি ইভেন্টে শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশ নেয়। দীর্ঘদিন পর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। অনুষ্ঠানের শেষ দিন অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।