
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে পুলিশ অফিসারের পরিচয় প্রদান করে প্রতারণাকালে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে র্যাব ১০। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. লিটন খাঁন (৩০) । বুধবার র্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ভাওয়ারভিটি এলাকায় একটি অভিযান পরিচালনা করে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব ১০ জানায়, এসময় তার নিকট হতে ২টি ভূয়া পুলিশ আইডি কার্ড, ২টি ল্যাপটপ, ১টি সিডি ড্রাইভ, ৩ টি হার্ডড্রিক্স, ২টি ভূয়া এনআইডি কার্ড, ২টি পেনড্রাইভ, ৩টি মডেম, ৩টি মোবাইল ও নগদ পঞ্চাশ হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় সাময়িক বাসা ভাড়া নিয়ে অবস্থান করে এবং পুলিশের এএসপি এর পরিচয় প্রদান করে জনসাধারনের মূল্যবান জিনিসপত্র প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।